ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি

২০২৫ মার্চ ০৩ ২১:২৫:১৪
রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি

ডুয়া নিউজ : প্রতিবছর রমজান এলেই দেশব্যাপী বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। এতে অসুবিধায় পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ। এবার পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

আজ সোমবার (৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নেতৃত্বে জেলা টাস্কফোর্স কমিটি পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

এ সময় কাঁচাবাজার, মাছ-মাংস, দুধ, ডিম ও ফলের দোকান পরিদর্শন করা হয়।

বাজার পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক বলেন, "রমজানে কোনো ব্যবসায়ী পণ্যের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে।"

রমজানে সাধারণ ক্রেতাদের ভোগান্তি কমানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানগুলোতে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে চাল, ডাল, তেল, চিনি ও ছোলা স্বল্প দামে বিক্রি করা হবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে