ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে ১২ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ মার্চ ০৩ ১৯:৩৫:০৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে ১২ ঘণ্টার আল্টিমেটাম

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পদবঞ্চিত সদস্যরা।

সোমবার (৩ মার্চ) বিকেলে নাটোর শহরের একটি রেস্তোরাঁয়ে সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি জানান। তারা নবগঠিত কমিটিকে অবৈধ ও পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করে দ্রুত বাতিলের দাবি জানান এবং আগের আহ্বায়ক কমিটি পুনর্বহালের পাশাপাশি চার দফা দাবি পেশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জানুয়ারি ২৯৫ সদস্যবিশিষ্ট নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল এবং সেই কমিটি কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিল। তবে গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে ৬ মাসের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়, যার সদস্য সংখ্যা ২০০ এর অধিক। অভিযোগ রয়েছে বর্তমান কমিটির অধিকাংশ সদস্য আন্দোলনের সাথে যুক্ত নন এবং কমিটি পরিবারতন্ত্র ও একাধিক পদে একই ব্যক্তির উপস্থিতি নিয়ে গঠিত যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ বলেন, “ছাত্রদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সম্মান রেখে নবগঠিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় আগামীকাল নাটোরের রেলপথ এবং সড়কপথ অবরোধ করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক সরকার, সদস্য মেহেদী হাসান, মিনহাজুল আবেদীন, শাহরিয়ার তামিম, সুব্রত দেবসহ পদবঞ্চিতরা।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম বলেন, “সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাতে গোনা দুই-তিনজন আন্দোলনকারী, যারা নবগঠিত কমিটির সদস্যও। এছাড়া জাতীয় নাগরিক কমিটির দুই সদস্যকেও উপস্থিত থাকতে দেখেছি যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা নামে কোনো ধরনের অরাজকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে