ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা দাহ করে অপসারণ দাবি

২০২৫ মার্চ ০৩ ১৯:১৪:৪৯
ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ, কুশপুত্তলিকা দাহ করে অপসারণ দাবি

ডুয়া ডেস্ক: লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করার কারণে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছেন। রাজধানী ঢাকার লালমাটিয়ায় শনিবার একটি চায়ের দোকানে ধূমপান করার কারণে দুই তরুণী লাঞ্ছিত হন।

পরদিন সাংবাদিকরা ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, "আমি যতটুকু জানি, ওই তরুণীরা সিগারেট খাচ্ছিলেন, আর কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা বাধা দেওয়ার পর তরুণীরা তাদের ওপর চা ছুড়ে মেরেছিলেন।" তিনি আরও বলেন, "পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ, তাই সবার কাছে অনুরোধ যেন কেউ উন্মুক্ত স্থানে ধূমপান না করে।"

এ মন্তব্যের প্রতিবাদে সোমবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’ ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার ওই স্থানে বিক্ষোভ করেন। তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান এবং মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যান। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন এবং তার অবিলম্বে অপসারণের দাবি জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে