ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়ে মতামত জানালেন প্রধান উপদেষ্টা

২০২৫ মার্চ ০৩ ১৮:৫৫:৩৭
আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়ে মতামত জানালেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা সবাই দেশের নাগরিক, আমাদের সকলের সমান অধিকার রয়েছে এই দেশে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই অনুসরণ করব। এদেশের ওপরে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। তবে যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে।”

এছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি দেশের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, “নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।” এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, “এটা তো সব সময়ই ছিল। কিছু পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশের বিরোধিতা করছে। এই ধরনের বিপদ এবং হুমকি সবসময় থাকে।”

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ড. ইউনূস বলেন, “অপরাধের পরিমাণ আগের মতোই রয়েছে, এতে কোনো বাড়াবাড়ি হয়নি।” তবে তিনি উল্লেখ করেন, প্রথম দিকে পুলিশের মাঝে ভয়ের কারণে কাজ করতে সমস্যা ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে এবং তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে