ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

২০২৫ মার্চ ০৩ ১৭:৪২:৫৬
এবার খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

ডুয়া নিউজ : এবার খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী।

আজ সোমবার (৩ মার্চ) দপুরে ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আর্শিবাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) করা হয়েছে। দুর্নীতিবাজ ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, তাতে চিকিৎসক সমাজ অত্যন্ত উদ্বিগ্ন।’

তারা আরও বলেন, ‘খুলনার জনগণ চায় যে, আওয়ামী আমলে হওয়া অবৈধ নিয়োগগুলো সম্পূর্ণ বাতিল করা হোক। একটি বিশেষ বাড়ির নিয়োগ আমরা কোনোভাবেই মানতে পারি না এবং কখনোই মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছেন।’

অন্যথায় সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সাথে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে