ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন দলে যোগ দেবেন নুর, যা বললেন এনসিপি’র নেতা

২০২৫ মার্চ ০৩ ১৭:২২:০৩
নতুন দলে যোগ দেবেন নুর, যা বললেন এনসিপি’র নেতা

ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের টকশোতে এ কথা জানান এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

টকশোতে আব্দুল হান্নান মাসউদ বলেন, “নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি, যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।”

এনসিপি’র যুগ্ম সমন্বয়ক বলেন, “আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সাথে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি।”

“আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে, আমরা একসাথে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি,” যোগ করেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ জানান, “নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।”

পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে এই নেতা বলেন, “পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে