ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালিস্ট নির্ধারণ যেভাবে

২০২৫ মার্চ ০৩ ১৭:০৬:০৩
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালিস্ট নির্ধারণ যেভাবে

ডুয়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। এখন সেমিফাইনালের সময়। সেমিফাইনালের আগে দুই দিনের বিরতি শেষে ৪ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া এবং ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ খেলবে।

গ্রুপ পর্বে মোট তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এর মধ্যে দুটি ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। সব তিনটি ম্যাচ পাকিস্তানে ছিল। সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকবার বৃষ্টি প্রভাব ফেলেছে তাই অনেকের মনে প্রশ্ন উঠছে—যদি সেমিফাইনাল ম্যাচও বৃষ্টির কারণে ভেসে যায় তাহলে ফাইনালিস্ট কিভাবে নির্ধারিত হবে?

এক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। আইসিসি দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে। ৪ মার্চের প্রথম সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে অনুষ্ঠিত না হয় তবে পরদিন রিজার্ভ ডে-তে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও একই ব্যবস্থা থাকবে।

এছাড়া ৯ মার্চের ফাইনাল ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

সেমিফাইনাল সূচি:

১. ভারত-অস্ট্রেলিয়া: ৪ মার্চ, দুপুর ৩টা, দুবাই।

২. দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড: ৫ মার্চ, দুপুর ৩টা, লাহোর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে