ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই : স্বরাষ্ট্র সচিব

২০২৫ মার্চ ০৩ ১৭:০৫:২১
নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই : স্বরাষ্ট্র সচিব

ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। তবে দেশে নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার দাবি, দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে।

সচিব নাসিমুল গনি বলেন, ‘“অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না, সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও, নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য-উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে।”

বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করতে হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হবার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। মবে উস্কানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।”

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে নাসিমুল গনি বলেন, “ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে