ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্যাটেলাইট থেকে ‘বঙ্গবন্ধু’ নাম পরিবর্তন

২০২৫ মার্চ ০৩ ১৫:৫৪:১৪
স্যাটেলাইট থেকে ‘বঙ্গবন্ধু’ নাম পরিবর্তন

ডুয়া ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর এই পরিবর্তন অনুমোদন করেন প্রধান উপদেষ্টা।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। নির্দেশনায় পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এটি ছিল বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট যা ২০১৮ সালে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানির মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে স্যাটেলাইটটির নাম পরিবর্তনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে