ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ওসির বাড়িতে ডাকাতি : নিয়ে গেল ৩ গরু

২০২৫ মার্চ ০৩ ১৪:৪০:১৮
ওসির বাড়িতে ডাকাতি : নিয়ে গেল ৩ গরু

ডুয়া ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় এক উসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতদল গুলি চালিয়ে তিনটি গরু নিয়ে যায়। রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়ার মেহেরনামা আলিয়াঘোনা এলাকায় চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে।

জাহেদুল কবিরের ভাই মনিরুল হক রাশেদ জানান, রাত দেড়টার দিকে বাড়ির একজন সদস্য দেখতে পান ডাকাতদল তাদের গোয়ালঘর থেকে গরু বের করে গাড়িতে তুলছে। তারা বাড়ি থেকে বের হয়ে গোয়ালঘরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।

তিনি আরও জানান, গোয়ালঘরে আটটি গরু ছিল। এর মধ্যে তিনটি গরু ডাকাতদল নিয়ে যায়। তবে অন্ধকারে ডাকাতদলের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনা শোনার পরই রাতেই পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। বর্তমানে তদন্ত চলছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে