ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইইউবিএটিতে শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাস বর্জন ও বিক্ষোভ

২০২৫ মার্চ ০৩ ১৪:২৮:১৪
আইইউবিএটিতে শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাস বর্জন ও বিক্ষোভ

ডুয়া ডেস্ক: রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার (৩ মার্চ) ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন। তৃতীয় দিনের মতো তারা এই কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা জানায়, তাদের ওপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা হওয়ার প্রতিবাদে তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। তারা জানান, দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে শনিবার শিক্ষার্থীরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে। সে সময় ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চলাকালীন বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী আহত হয়।

রোববার সকালেও ক্যাম্পাসের ক্লাসরুমগুলো ছিল ফাঁকা এবং শিক্ষার্থীরা মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে