ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্থগিত হল সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায়

২০২৫ মার্চ ০৩ ১৩:৪১:০৬
স্থগিত হল সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায়

ডুয়া ডেস্ক: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

৩ মার্চ (সোমবার) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাড়ে ৬ হাজার শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অন্যান্য আইনজীবী হিসেবে ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া এবং মুনতাসির আহমেদ উপস্থিত ছিলেন। রিটকারীদের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই বিষয়ে ২ মার্চ শুনানি অনুষ্ঠিত হয়।

হাইকোর্টের রায়ে ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর ১৯ নভেম্বর হাইকোর্ট তাদের নিয়োগ স্থগিত করে কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার কারণে এই রায় দেয়া হয়েছিল।

এমনকি ৩১ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল। তবে মৌখিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে অভিযোগ আসার পর আদালত তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে