ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রমজানে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

২০২৫ মার্চ ০২ ২২:৫০:১৪
রমজানে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

ডুয়া নিউজ : রমজান শুরু হতেই প্রতিবছর সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এবারও তার ব্যতীক্রম হয়নি। এরই মধ্যে সয়াবিনসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তবে পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার।

আজ রবিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইনসে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।"

রমজানে দুই নারীর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে