ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

'রমজানে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না', কারণ জানালেন উপদেষ্টা

২০২৫ মার্চ ০২ ২১:৫৬:৫৫
'রমজানে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না', কারণ জানালেন উপদেষ্টা

ডুয়া নিউজ : রমজানে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার (২ মার্চ) আসরের নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, "রমজানে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি রমজানে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না।"

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, "আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়ছে। এ ছাড়া এ সময়ে সেচের জন্য অনেক বিদ্যুৎ ব্যবহার হয়। বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়।"

তিনি আরও বলেন, "রোজায় শীততাপ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত আলোকসজ্জ্বার জন্য বিদ্যুৎ বেশি লাগে। এজন্য আমরা ইমাম সাহেব এবং মুসল্লিদের মাধ্যমে সবাইকে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার জন্য অনুরোধ জানিয়েছি। মালয়েশিয়াতেও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে লাখতে বলা হয়েছে।"

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, "বাসা-বাড়িতে যেন অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না হয়। শপিংমল ও জুয়েলারি শপে অতিরিক্ত আলোকসজ্জ্বা করা যাবে না। এজন্য আমি এবং আমার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সহকর্মীরা সবার কাছে যাচ্ছি।"

ফাওজুল কবির বলেন, "বিদ্যুতের পাশাপাশি গ্যাসও চুরি হয়। সেজন্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি। বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছি। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে