ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আদালতে গিয়ে ৫ নেতা গ্রেপ্তার

২০২৫ মার্চ ০২ ১৯:৫৯:৩৩
আদালতে গিয়ে ৫ নেতা গ্রেপ্তার

ডুয়া নিউজ : জুলাই-আগস্টের গণ-আন্দোলনে হত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং শেখ হাসিনার ফ্যাসীবাদী সরকারের সমর্থকদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এবার পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ওই আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারী ও আসামিদের ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

আজ রবিবার (২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। তাদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোর জন্য উচ্চ আদালত থেকে তারা জামিন নিয়েছিলেন। পরে আজ (রবিবার) সকালে তারা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায় আদালত জামিনের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছে।

এদিকে আদালতে আসামিদের উপস্থিতি টের পেয়ে আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে থাকে। ছাত্রদল তাদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে। তবে আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্য চারজনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে