ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভারতকে আড়াইশ রানও করতে দিল না নিউজিল্যান্ড

২০২৫ মার্চ ০২ ১৯:০৫:৪৭
ভারতকে আড়াইশ রানও করতে দিল না নিউজিল্যান্ড

ডুয়া নিউজ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ভারত। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দিয়ে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তারা। আগে ব্যাট করতে নেমে কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিয়েছে রোহিত-কোহলিরা।

আজ রবিবার (২ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ২ মাত্র ২ রান করে ফেরেন শুভমান গিল। ১৭ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন রোহিত।

প্রথমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিরাট কোহলিও। ১৪ বলে ১১ রান করেন তিনি। কিন্তু অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তবে ফিফটি তুলতে পারেননি অক্ষর। ৬১ বলে ৪২ রান করে আউট হন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন স্রেয়াশ আইয়ার। আক্সার প্যাটেলের পর তাকে সঙ্গ দেন লোকেশ রাহুল। তবে সেঞ্চুরি তুলতে পারেননি তিনি। ৯৮ বলে ৭৯ রান করে ক্যাচ আউট হন আইয়ার।

এদিন ইনিংস বড় করতে পারেননি রাহুলও। ২৯ বলে ২৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ব্যাট চালাতে থাকেন হার্দিক পান্ডিয়া। ১৬ রান করে তাকে সঙ্গ দেন জাদেজা।

হার্দিক ৪৫ বলে ৪৫ রান করে শেষদিকে ক্যাচ আউট হন। এরপর মোহাম্মদ শামি ৫ রান করে আউট হলে, ভারত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করতে সক্ষম হয়।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এছাড়া, জেমিসন, মিচেল স্যান্টনার, উইল ও'রউর এবং রাচিন রাবিন্দ্রা প্রত্যেকে একটি করে উইকেট নেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে