ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাবিতে গণ-ইফতার

২০২৫ মার্চ ০২ ১৮:৫৬:০৪
ঢাবিতে গণ-ইফতার

ডুয়া নিউজ : পবিত্র মাহে রমজানের প্রথম রোজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গণ ইফতারির আয়োজন করা হয়েছে। আজ রবিবার (০২ মার্চ) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার উদ্যোগে এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।

ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকে সবার মধ্যে মেসওয়াক বিতরণ করা হয়। এরপর গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন এবং রোজার বরকত হাসিল ও ২৪ এর অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়।

সরজমিনে দেখা যায়, ঢাবির টিএসসির মাঠে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা ইফতার সাজাচ্ছেন। এরপর শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করছেন। গণ-ইফতার কর্মসূচিতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল।

ইফতারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আজকের এই চমৎকার আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। এটা ইসলামের সম্প্রতি ও সহনশীলতার প্রকাশ ঘটায়।”

তিনি আরও বলেন, “গতবছর স্বৈরাচারী সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলো তার প্রতিবাদে প্রথম এই গণ-ইফতার আয়োজিত হয়েছিলো। এবারও তার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এতে শিক্ষার্থীরা একসাথে ইফতার করতে পারছে। এমন আয়োজনের সাধুবাদ জানাই।”

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “গতবছর সাস্টে যখন ইফতারে বাধা দেয় তখন আমরা পায়রা চত্বরে গণ-ইফতার করেছিলাম। এবছর সেই ধারাবাহিকতা বজায় রেখে গণ-ইফতারের আয়োজন করেছি। আজকে আমাদের ধারণার চেয়েও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। আমরা সম্মিলিতভাবে ইফতার আনন্দ উপভোগ করবো।”

এ সময় তিনি গণ-ইফতার কর্মসূচির আর্থিক বিবরণ তুলে ধরে বলেন, “আমাদের ইফতার এর খরচ শুভাকাঙ্ক্ষী ও গণ চাঁদার মাধ্যমে তোলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তারাও আমাদের আর্থিক সহায়তা করেছেন।”

আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “গতবার বিপুল সংখ্যক শিক্ষার্থী আমাদের গণ-ইফতার এ অংশ নিয়ে স্বৈরাচারের সিদ্ধান্তের বিরুদ্ধে জবাব দিয়েছিলো। আমরা চাই ইসলামফোবিয়ার সম্প্রসার না ঘটুক। ইফতারের মাধ্যমে সম্প্রতির পরিবেশ বজায় থাকুক।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে