ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ছিনতাইয়ের শিকার অভিনেতা; নাটক করেন বলে যা ঘটল

২০২৫ মার্চ ০২ ১৭:৫৫:৫০
ছিনতাইয়ের শিকার অভিনেতা; নাটক করেন বলে যা ঘটল

ডুয়া নিউজ : সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এবার অভিনেতা হারুন রশিদ শুটিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন। গতকাল শনিবার (০১ মার্চ) দিবাগত রাতে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে এ ঘটনা ঘটে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা। পোস্টে তিনি বলেন, ‘ছিনতাইকারী ভাইয়েরা নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে।’

অভিনেতা পোস্টে লেখেন, “কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।”

সহকর্মীদের সতর্ক করার জন্য পোস্ট দিয়েছেন বলে জানান তিনি। অভিনেতা বলেন, “আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।”

জানতে চাইলে হারুন রশিদ জানান, “রাত বিরাতে কোথাও যাই না। গেলে ইউনিটের গাড়ি ব্যবহার করি। গতকালকেও ওরা ইউনিটের গাড়িতে যেতে বলছিল। কিন্তু আমি ভাবলাম ইউনিটের গাড়িতে গেলে রাত দুইটা-তিনটা বাজবে। তাই একা আসছিলাম। আর এই পরিস্থিতির সম্মুখীন হলাম।”

আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, “নিয়ে কিছুই হবে না। আমি নীলা মার্কেটের সামনে পুলিশের গাড়িও দেখেছি। তাদের সঙ্গে কথা বলিনি। চলে এসেছি। এগুলো এখন অহরহ হচ্ছে। আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তবে ভয় পেয়েছি। কেননা কোপ টোপ যদি দিয়ে বসতো, সেই ভয় ছিল। ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আধ ঘণ্টা রাস্তার মধ্যে বসে ছিলাম। কাউকে যে ফোনে কল করব, ব্যাগটা নিয়ে যে হাঁটব, অন্ধকার থেকে একটু আলোতে যাব সেই শক্তিও ছিল না।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে