ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মার্চে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির পালা

২০২৫ মার্চ ০২ ১৭:৪৮:২৫
মার্চে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির পালা

ডুয়া ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৬ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কেউ যদি দুই দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তবে তিনি টানা ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে, রমজান মাসের সঙ্গে ইংরেজি মাস মার্চও শুরু হয়েছে। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটির একটি অংশ মার্চ মাসে পড়বে। এছাড়া, মার্চ মাসে আরও কয়েকটি সরকারি ছুটিও রয়েছে।

সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি- ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা। এ ছাড়া ঈদুল ফিতরে ২৯, ৩০, ৩১ মার্চ ও ( ১ ও ২ এপ্রিলসহ মোট পাঁচ দিন ছুটি)।

ঐচ্ছিক ছুটি: ১৪ মার্চ দোলযাত্রা (হিন্দু পর্ব), ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। ৫ মার্চ ভস্ম বুধবার (খ্রিস্টান পর্ব)।

এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষাপঞ্জি অনুযায়ী, রোববার (২ মার্চ) এ ছুটি শুরু হচ্ছে। আগামী ৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে