ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজধানীতে গ্রেপ্তার ১০

২০২৫ মার্চ ০২ ১৭:৪৫:০১
রাজধানীতে গ্রেপ্তার ১০

ডুয়া নিউজ : গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এর বিরুদ্ধে ব্যাপক অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (১ মার্চ) "অপারেশন ডেভিল হান্ট" এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) এবং বাদল (৩২)।

মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, শনিবার মোহাম্মদপুর থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে এই অভিযানের মাধ্যমে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত অপরাধীরা রয়েছেন।

গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে