ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফেব্রুয়ারিতে ২.৫৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

২০২৫ মার্চ ০২ ১৭:৩১:৪৯
ফেব্রুয়ারিতে ২.৫৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

ডুয়া নিউজ : মুসলমানদের পবিত্র মাস রমজান উপলক্ষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২.৫৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

আজ রবিবার (০২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আগের বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২.০২ বিলিয়ন ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলেন, “রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান। চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়— প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) আট মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৮.৪৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার। সে হিসাবে, গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে