ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচকের পতন রুখতে লড়েছে ৩ কোম্পানির শেয়ার

২০২৫ মার্চ ০২ ১৫:৩৩:৫৭
শেয়ারবাজারে সূচকের পতন রুখতে লড়েছে ৩ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে আজ সার্বিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকলেও কিছু প্রতিষ্ঠান ইতিবাচক প্রভাব ফেলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পতনের হাত থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছে ৩ কোম্পানির শেয়ার। বাজার বিশ্লেষকদের মতে, এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি না হলে সূচকের পতন আরও বড় হতে পারত।

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের দিনে সূচক উঠাতে চেয়েছে ৩ কোম্পানির শেয়ার।

লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে, কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, এসিআই লিমিটেড এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর সূচকের পতন কমেছে প্রায় ৬ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক ধরে রাখার লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ৪০ পয়সা, যার ফলে ডিএসইর সূচকে ২ দশমিক ৩৯ পয়েন্ট যোগ হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ০৪ পয়সা, যার প্রভাব সূচকে ২ দশমিক ০২ পয়েন্ট যোগ করেছে।

এছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-র শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা, যা সূচকের পতন কমিয়ে ১ দশমিক ০৯ পয়েন্ট অবদান রেখেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে