ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রপ্তানিনির্ভর কারখানা নির্মাণ করবে প্রাণ-আরএএফএল

২০২৫ মার্চ ০২ ১৪:৫৯:৩৯
রপ্তানিনির্ভর কারখানা নির্মাণ করবে প্রাণ-আরএএফএল

ডুয়া নিউজ: দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গ্রুপ প্রাণ-আরএফএল বিশ্ববাজারে তার অবস্থান আরও শক্তিশালী করতে একটি শতভাগ রপ্তানিনির্ভর প্লাস্টিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। গাজীপুরের কালীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানাটি নির্মাণ করতে ব্যয় হবে ২০০ কোটি টাকার বেশি।

নতুন এই কারখানা প্রতিষ্ঠার ফলে প্রাণ-আরএফএল গ্রুপ বছরে প্রায় ৪৫০ কোটি টাকার পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করবে এবং প্রায় ২,৫০০ জন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এর ফলে কোম্পানির রপ্তানি প্রবৃদ্ধি ৩০ শতাংশেরও বেশি হবে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল জানান, চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে শিল্পগোষ্ঠীটি একটি চুক্তি করবে, যা রপ্তানিনির্ভর গৃহস্থালি প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য চীন থেকে যন্ত্রপাতি আনার লক্ষ্যে। চুক্তির আওতায়, আগামী তিন মাসের মধ্যে যন্ত্রপাতি স্থাপন ও অবকাঠামো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

কামরুজ্জামান কামাল আরও উল্লেখ করেন, "আমাদের হাতে ইতিমধ্যে কিছু রপ্তানি আদেশ রয়েছে, তাই আমরা দ্রুত উৎপাদন শুরু করতে চাই। যন্ত্রপাতি স্থাপন শেষ হওয়ার পর জুন মাসে উৎপাদন শুরু করার আশা করছি।"

আরএফএল ডিউরেবল প্লাস্টিকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন শিকদার জানান, "আরএফএলের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় ভারতে। পরবর্তীতে রয়েছে জার্মানি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাত।"

তিনি আরও বলেন, "এই দেশগুলোতে আমাদের গৃহস্থালি প্লাস্টিক, বাইসাইকেল, মেলামাইন, গৃহনির্মাণ সামগ্রী, পলিব্যাগ, হ্যাঙ্গার, নন-লেদার ফুটওয়্যার এবং প্লাস্টিক ফার্নিচারের ব্যাপক চাহিদা রয়েছে।"

সালাহ উদ্দিন শিকদার উল্লেখ করেন, "আমাদের নতুন গন্তব্য ইউরোপ, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকা। এসব বাজারে কনটেইনার, খেলনা, টেবিলওয়্যার এবং কিচেনওয়্যারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে, আমেরিকার একটি কোম্পানি ৬ মিলিয়ন ডলারের অর্ডার দিয়েছে এবং আরও কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।"

তিনি আরও যোগ করেন, "যুক্তরাষ্ট্রে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ১৫০ কেজি, যেখানে চীন বর্তমানে এই বাজারের বড় অংশ দখল করে রেখেছে। তবে, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে আমাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ওয়ান-টাইম এবং পিইটি পণ্য রপ্তানি করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।"

২০০৭ সালে ভারতে গৃহস্থালি প্লাস্টিক পণ্য রপ্তানি শুরু করে আরএফএল। বর্তমানে প্রতিষ্ঠানটি ৮০টি দেশে ৩০ ক্যাটাগরিতে ৫০০ ধরনের পণ্য রপ্তানি করছে এবং ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করার আশা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে