ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে নিম্নমুখী ধারা: কমেছে সূচক ও লেনদেন

২০২৫ মার্চ ০২ ১৪:৪০:৩৪
শেয়ারবাজারে নিম্নমুখী ধারা: কমেছে সূচক ও লেনদেন

ডুয়া নিউজ : শেয়ারবাজারে আজও বজায় রয়েছে নিম্নমুখী ধারা। সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন—উভয়ই কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪২১ কোটি ৯৫ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩৬ দশমিক ৮৪ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ৬ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ দশমিক ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৯০৩ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪২১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৪টি কোম্পানির, বিপরীতে ১৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৯ লাখ টাকার।

রোববার সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৩ দশমিক ৫৪ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে