ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানালেন নুরুল হক নুর

২০২৫ মার্চ ০১ ১৯:৫৮:১৬
দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানালেন নুরুল হক নুর

ডুয়া ডেস্ক: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সরকারে প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। নুর এই আহ্বানটি শনিবার (১ মার্চ) বিজয়নগর আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে জানান।

নুর বলেন, "জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জনগণের ঐক্য গড়ে উঠেছিল। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে সেই উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হয়নি। এর পরিবর্তে একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে। যার ফলে ঐক্য ভেঙে গেছে এবং বিভাজন সৃষ্টি হয়েছে, যা দেশের জন্য ক্ষতিকর।"

তিনি আরও বলেন, "বর্তমানে সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে এক জন পদত্যাগ করে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। গণঅধিকার পরিষদ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে এবং নতুন দলটির আত্মপ্রকাশকে স্বাগত জানায়। তবে গণঅভ্যুত্থান কেন্দ্রিক ছাত্রনেতারা যদি সরকারে থেকে প্রশাসনে হস্তক্ষেপ করেন তা জনগণের মধ্যে অস্বস্তি সৃষ্টি করবে। তাই সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সকল ছাত্র নেতাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।"

নুর আরো বলেন, "গণঅভ্যুত্থান কেন্দ্রিক যে নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার জরুরি। গত ৬ মাসে অনেক ছাত্র নেতা পুরোনো পথ অনুসরণ করেছেন যা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে পরিগণিত হচ্ছে। আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্রনেতাদের নানা অনৈতিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।"

সংবাদ সম্মেলনে নুর উল্লেখ করেন, "গণঅভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি। এটি ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ, ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফল।"

এ সময় নুর বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন:

১. জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন।

২. আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, শহীদ পরিবারের ক্ষতিপূরণ।

৩. গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনীম, জসিম উদ্দিন আকাশ, মাহফুজুর রহমান খান প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে