ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৫ মার্চ ০১ ১৯:২৯:০৪
রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব ধরনের হিংসা, বিদ্বেষ ও সংঘাত পরিহার করে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, "মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই পবিত্র মাসে আত্মসংযমের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের অমূল্য সুযোগ পাওয়া যায়। সিয়াম ধনী-গরিবের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।"

তিনি আরও বলেন, "আসুন রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সব ধরনের ভোগ-বিলাস, হিংসা ও সংঘাত পরিহার করি এবং আমাদের জীবনে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শন করি, যাতে রমজানের পবিত্রতা রক্ষা হয়। সিয়াম পালনের পাশাপাশি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকি।"

ড. ইউনূস তাঁর বাণীতে আরও বলেন, "মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে রমজানের শিক্ষার বাস্তবায়ন করার তাওফিক দান করুন। এই পবিত্র মাস আমাদের জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক। আল্লাহতায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।"

উল্লেখ্য, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে রমজান মাস শুরু হচ্ছে। আজ রাতে এশার নামাজের সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ পড়বেন এবং ভোরে সেহরি খাবেন রোজা রাখার উদ্দেশ্যে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে