ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে : শামসুজ্জামান দুদু

২০২৫ মার্চ ০১ ১৭:৩৬:৫৭
স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে : শামসুজ্জামান দুদু

ডুয়া ডেস্ক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত বিশেষ কোন সুবিধা, স্বার্থ বা গোষ্ঠীর জন্য নেওয়া হয় তবে দেশের পরিস্থিতি ও ভবিষ্যত খারাপ হতে পারে।"

তিনি শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন' এর উদ্যোগে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এসব মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অস্বাভাবিক পরিস্থিতি ছিল, যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। তখন সব কিছু সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ যা আশা করেছিল তা তারা পাচ্ছে না। সেই সিন্ডিকেটই এখনো বাজার নিয়ন্ত্রণ করছে এবং কোন পরিবর্তন আসেনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যেমন গুম, খুন এবং ছিনতাইয়ের ঘটনা ঘটত তেমনই এখনো একই ঘটনা ঘটছে। মানুষ আতঙ্কে ভুগছে এবং ঘর থেকে বের হওয়ার সময় তারা ভয় পায়। তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার দাবিও জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে