ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা আইইউবিএটি ক্যাম্পাস

২০২৫ মার্চ ০১ ১৭:০৩:৫২
অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা আইইউবিএটি ক্যাম্পাস

ডুয়া ডেস্ক: রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আন্দোলনকারী শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছেন। পাশাপাশি আগামীকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে আগুলিয়া ব্রিজে অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। আজ শনিবার (১ মার্চ) দুপুরে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এই বিষয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী আশিক গণমাধ্যমকে জানান, "আমাদের দাবি মেনে না নেওয়ার কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছি। এছাড়াও আগামীকাল রবিবার আগুলিয়া ব্রিজে অবরোধ কর্মসূচি পালন করবো।"

এর আগে, সকাল বেলায় পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলির মধ্যে রয়েছে- পূর্বে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন কেন হয়নি তা সাধারণ শিক্ষার্থীদের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে; একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া, ছুটির দিনে পরীক্ষা না নেওয়া, এবং রিডিং ডে-এর ছুটি বৃদ্ধি করতে হবে। এছাড়া এক্সাম সিস্টেমে পরিবর্তন আনা, মিড ট্রাম সেন্ট্রালি বাতিল করা, অতিরিক্ত ফি ছাড়া বিড়ম্বনামুক্ত অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করা এবং অতিরিক্ত খরচ ও পরীক্ষার বাধ্যবাধকতা নিয়ে ব্যাখ্যা প্রদান করা অন্তর্ভুক্ত।

তবে দাবিগুলোর মধ্যে আরও কিছু বিষয়ও রয়েছে। যেমন- মসজিদে আজানের সময় মাইকের ব্যবস্থার পাশাপাশি, নামাজের আজান শেষ হওয়ার পর ২০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে গান বাজনা বন্ধ রাখতে হবে; ২৪১ ও ২৪২ ব্যাচের শিক্ষার্থীদের ১০০ শতাংশ স্কলারশিপে ৩ লাখ ৯৬ হাজার টাকার খরচ দেখানো হলেও ২৫১ ব্যাচের জন্য এটি ২ লাখ ৯৪ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ কেন তার ব্যাখ্যা প্রয়োজন।

এছাড়া শিক্ষার্থীদের কনভোকেশনে অন্তত দুইজন অতিথির অনুমতি, নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা, স্যানিটারি প্যাড ও ফার্স্ট এইডের ব্যবস্থা করা, ক্লিনার এবং সিকিউরিটি স্টাফদের খাবারের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা এবং ক্যাম্পাসে শুটিংয়ের নামে অশ্লীলতা ও ধূমপান বন্ধ করার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে ইন্টার্নশিপ ও থিসিসের ক্রেডিট ফি কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ব্যাখ্যা চাইছেন শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন ২০ রমজান পরবর্তী কার্যক্রম অনলাইনে করা হোক এবং ঈদের পরবর্তী ছুটি বাড়ানো হোক। পাশাপাশি চলমান দাবির পক্ষে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে