ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাল পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

২০২৫ মার্চ ০১ ১৬:৩৯:২৫
কাল পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

ডুয়া ডেস্ক: ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবিতে আগামীকাল রোববার (২ মার্চ) পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

আজ শনিবার (১ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।

ড. মুহম্মদ মফিজুর রহমান বলেন, ২৫ ক্যাডার আগামীকাল সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে এবং জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, "যদি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হয় তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।" তিনি আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়া আগামীকাল সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে এবং ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করবেন।

এই দাবির সমর্থনে ২৫ ফেব্রুয়ারি অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় শহীদ সেনা দিবসের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। গত ২৪ ফেব্রুয়ারি ২৫ ক্যাডার জানিয়েছিল, ২৭ ফেব্রুয়ারির মধ্যে সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার কার্যকর উদ্যোগ না দেখা গেলে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

এ সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আরিফ হোসেন। এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে