ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুপুরের খাবার খেতে পারেননি জেলেনস্কি; আগেই বেরিয়ে যেতে বলেন ট্রাম্প

২০২৫ মার্চ ০১ ১৬:০৫:০৪
দুপুরের খাবার খেতে পারেননি জেলেনস্কি; আগেই বেরিয়ে যেতে বলেন ট্রাম্প

ডুয়া ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ও চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে সাংবাদিকদের ক্যামেরার সামনে। ওই বাকবিতণ্ডার বিষয়টি মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এরই মধ্যে জানা গেছে, দুপুরের খাবার না খাইয়েই জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে বের হয়ে যেতে বলেন ট্রাম্প।

মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউজের ওভাল অফিসে তর্কবিতর্কের পর, ট্রাম্প তার মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে একটি আলাদা রুমে চলে যান। অন্যদিকে জেলেনস্কি তার প্রতিনিধি দল নিয়ে আরেকটি রুমে চলে যান, যা সাধারণত রাষ্ট্রীয় অতিথিদের জন্য বরাদ্দ থাকে। এর পর আলাদা রুমে গিয়ে ট্রাম্প তার মন্ত্রীদের জানিয়ে দেন, জেলেনস্কি যে ভাষায় কথা বলেছেন তাতে তিনি অপমানিত বোধ করেছেন। এছাড়া জেলেনস্কি শান্তি চান না বলেও মন্তব্য করেন তিনি। পরে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও নিরাপত্তা পরামর্শক মাইক ওয়াল্টজের মাধ্যমে ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে বার্তা পাঠান, যাতে জেলেনস্কি হোয়াইট হাউজ ত্যাগ করেন।

তবে তারপরও ইউক্রেনীয় প্রতিনিধিরা কথা বলার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাদের এই অনুরোধ গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত জেলেনস্কিকে বের হয়ে যেতে হয়।

সিএনএন জানিয়েছে, ‘জেলেনস্কি ও তার দলের জন্য সালাদ, মুরগি এবং ক্রিমি বার্লের মতো যেসব খাবারের আয়োজন করা হয়েছিল, সেগুলো সেখানেই পড়ে ছিল। জেলেনস্কি ও তার দল হোয়াইট হাউজে দুপুরের খাবারও খেতে পারেননি। এর আগেই তাদের সরাসরি বের হয়ে যেতে বলেন ট্রাম্প।’

বাকবিতণ্ডার শুরুটা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের একটি কথার পর। তিনি জেলেনস্কিকে বলেন, যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে তার ধন্যবাদ জানানো উচিত। কারণ তারা গত তিন বছর ধরে তাদের সহায়তা করছেন। এছাড়া রাশিয়ার সঙ্গে কূটনীতির মাধ্যমে যুদ্ধ বন্ধের কথা বলেন। ওই সময় জেলেনস্কি জিজ্ঞেস করেন, তিনি কোন কূটনীতির কথা বলছেন? কারণ এর আগেও রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এরপরই একে অপরে উত্তপ্ত হয়ে যান।

সূত্র: সিএনএন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে