ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছিল গুলির ভয়, তবুও আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়

২০২৫ মার্চ ০১ ১৫:৫৭:৩৬
ছিল গুলির ভয়, তবুও আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়

ডুয়া ডেস্ক: ইসরায়েলি বাহিনীর আরোপিত কঠোর বিধিনিষেধ ও ব্যবস্থার মধ্যেও ফিলিস্তিনিরা পবিত্র রমজান মাসের প্রথম রাতে আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছে। শুক্রবার রাতে জামায়াতে নামাজ আদায়ের পর শনিবার তারা রমজানের প্রথম রোজা পালন করছেন। সাফা প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি ও ভয় দেখানোর পাশাপাশি তাদের অবমাননাকর তল্লাশি চালাচ্ছে এবং মসজিদে নামাজ পড়তে আসা শত শত মানুষকে বাধা দিচ্ছে। বিশেষত ৫৫ বছরের কম বয়সী পুরুষ, ৫০ বছরের কম বয়সী নারী এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার পর ইসরায়েলি বাহিনী আরও কঠোর হয়ে উঠেছে। তারা বহু মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি।

ইসরায়েল আগেই ঘোষণা করেছে, রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হবে। যার ফলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের ব্যবস্থাও কঠোর হবে। গত বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও সাধারণ নিরাপত্তা বিধিনিষেধ বলবৎ থাকবে।

গত বছর গাজার যুদ্ধের সময়ে ইসরায়েল পশ্চিম তীর থেকে আসা ফিলিস্তিনিদের জন্য আল-আকসায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এই বছর শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে পবিত্র রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে কিছু শিথিলতা প্রত্যাশিত ছিল। কিন্তু ডেভিড মেনসার সতর্ক করে দিয়ে বলেছেন, সহিংসতা বা উসকানির কোনো চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে