ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটের ওসির বক্তব্য ঘিরে আলোচনা, নেটদুনিয়ায় ভাইরাল

২০২৫ মার্চ ০১ ১৫:৪৩:০৭
লালমনিরহাটের ওসির বক্তব্য ঘিরে আলোচনা, নেটদুনিয়ায় ভাইরাল

ডুয়া নিউজ : দীর্ঘদিন ধরেই পুলিশের ওপর থেকে আস্থা হারিয়েছে দেশের জনগণ। এরপর গত জুলাই-আগস্টে নারকীয় হত্যাযজ্ঞে যুক্ত থাকায় দেশব্যাপী থানায় হামলার ঘটনা ঘটে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বানানোর কাজে হাত দেয় সরকার। যেন তারই প্রতিফলন ঘটল লালমনিরহাটে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবীর ব্যতিক্রমী বক্তব্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই বক্তব্যে ওসি বলেন, “আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম। জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি তার কাছে অভিযোগ জানাতে বলেন।”

স্থানীয়দের উদ্দেশে ওসি নূরনবী বলেন, “মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে। আপনারা শুধু আমাকে খবর দেবেন। প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নেব। যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ করে ধনী হয়ে যায়, কিংবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানাতে হবে। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়।”

ওসি বলেন, “ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন। থানায় ভালো লোক গেলে অপরাধীরা আতঙ্কে থাকবে। জনগণ যদি পুলিশের পাশে থাকে, তাহলে অপরাধীরা টিকতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে ভোট চাই না, শুধু ভালোবাসা চাই। আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন, আর খারাপ কাজ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে