ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী, তালিকা দেখুন

২০২৪ ডিসেম্বর ১৬ ১২:০৮:৩৭
এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী, তালিকা দেখুন

ডুয়া নিউজ: এইচএসসির ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ড থেকে ৩ হাজার ১৮৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৩৬৫ জন মেধাবৃত্তির জন্য এবং ২ হাজার ৮২১ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকা দেখতে ক্লিক করুন

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবে, যার মোট পরিমাণ বছরে ১১ হাজার ৭০০ টাকা হবে।

অন্যদিকে, সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন। ফলে তাদের বছরে মোট বৃত্তির পরিমাণ হবে ৫ হাজার ২৫০ টাকা। এই বৃত্তির টাকা ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে সরবরাহ করা হবে।

জিটুপি পদ্ধতির ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ব্যাংক হিসাব নম্বর ও অন্যান্য তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে