ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ছিনতাই থেকে রক্ষা পেতে করণীয়

২০২৫ মার্চ ০১ ১০:২৩:৫৬
ছিনতাই থেকে রক্ষা পেতে করণীয়

ডুয়া ডেস্ক : গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। বিশেষ করে শহরাঞ্চলে এ হার বেশি দেখা যাচ্ছে। এজন্য পথেঘাটে চলাচলকারী মানুষের জন্য এটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এই বিপদ কিছুটা এড়ানো সম্ভব। আসুন জেনে নেই, কীভাবে ছিনতাইকারীর হাত থেকে নিজেকে রক্ষা করা যায়।

জনবহুল জায়গায় চলাফেরা করুন: একা বা নির্জন স্থানে চলাচল করার সময় ছিনতাইকারীদের আক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাই সম্ভব হলে ব্যস্ত রাস্তা বা জনবহুল স্থানে চলাচল করুন।

ফুটপাথ ব্যবহারে সতর্কতা: ফুটপাথ দিয়ে হাঁটার সময় ভবনের পাশ দিয়ে না হেঁটে রাস্তার দিকে থাকুন। এতে ভবনের আড়ালে লুকিয়ে থাকা কেউ সহজে আক্রমণ করতে পারবেন না এবং প্রয়োজনে দ্রুত দৌড়ানোর সুযোগ থাকবে।

অন্ধকার বা নির্জন স্থান এড়িয়ে চলুন: যদি সন্দেহজনক ব্যক্তি আপনাকে অনুসরণ করে, তাহলে দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে রাখুন: নিজেকে রক্ষার জন্য ছোটখাটো আত্মরক্ষার কৌশল শিখুন এবং প্রয়োজনীয় সরঞ্জাম (যেমন পিপার স্প্রে, ছোট বাঁশি, ওয়াকিং স্টিক) সঙ্গে রাখুন। তবে, কৌশল না জানা থাকলে, মনে রাখবেন, এই সরঞ্জামগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

আত্মবিশ্বাস বজায় রাখুন: একেবারে লক্ষ্যহীনভাবে হাঁটা এড়িয়ে চলুন। আত্মবিশ্বাসী থাকলে ছিনতাইকারী আপনাকে সহজ লক্ষ্য হিসেবে দেখবে না।

মূল্যবান জিনিসপত্র ব্যবহারে সতর্কতাদামি জিনিস আড়ালে রাখুন: গহনা, দামি মোবাইল বা নগদ টাকা প্রকাশ্যে ব্যবহার না করাই ভালো। প্রয়োজন হলে নিরাপদ স্থানে গিয়ে ব্যবহার করুন।

ব্যাগ ও পার্স সামনের দিকে রাখুন: ব্যাগ বা পার্স সামনের দিকে রাখুন এবং শক্তভাবে ধরে রাখুন। ব্যাকপ্যাক পিছনে না রেখে সামনের দিকে রাখুন।

মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকুন: রাস্তায় হাঁটার সময় ফোনে কথা না বলাই ভালো, এতে আপনি সতর্ক থাকতে পারবেন।

বিপদের মুহূর্তে করণীয়নিজেকে দুটি অবস্থানে রাখুন: কখনো নিজেকে অসহায় ভাবুন, এতে ছিনতাইকারী আগ্রহ হারাতে পারে। অথবা আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিক্রিয়া জানান।

ছিনতাইকারীকে বোঝানোর চেষ্টা করুন: শান্তভাবে কথা বলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করুন।

তার আচরণ পর্যবেক্ষণ করুন: ছিনতাইকারীর শরীরী ভাষা বুঝে চোখে চোখ রেখে কথা বলুন।

হুমকি সম্পর্কে সচেতন করুন: তাকে বোঝান যে, আপনাকে আঘাত করলে সে সহজেই ধরা পড়তে পারে।

মানবিক দৃষ্টিভঙ্গি নিন: পরিস্থিতি সামলাতে তার মানবিক দিক স্পর্শ করার চেষ্টা করুন।

সতর্ক ও চটপটে থাকুন: দ্রুত সিদ্ধান্ত নিন যাতে ছিনতাইকারী সহজে আক্রমণ করতে সাহস না পায়।

সাহসী থাকুন: ছিনতাইকারীদের কাছে অস্ত্র থাকে, কিন্তু ভয় পেলে তাকে বুঝতে না দেন যে আপনি ভয় পেয়েছেন।

অতিরিক্ত সতর্কতাস্থানীয়দের মতো পোশাক পরুন: পর্যটকরা ছিনতাইকারীদের কাছে সহজ লক্ষ্য হয়ে থাকে, তাই স্থানীয়দের মতো পোশাক পরার চেষ্টা করুন।

বিপদে পড়লে দৌড়ান: একা থাকলে বিপদে পড়লে লড়াইয়ের চেয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়াই ভালো। জনবহুল স্থানে ছিনতাইকারীরা সাধারণত ভুক্তভোগীর পেছনে গিয়ে নিজেদের প্রকাশ করতে চায় না।

আলোকিত রাস্তা ব্যবহার করুন: রাতে চলাফেরা করার সময় সবসময় আলোকিত রাস্তা ব্যবহার করুন।

অপরিচিত ব্যক্তির সাহায্য চাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন: নির্জন স্থানে কেউ সাহায্য চাইলে সরাসরি তার কাছে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

টাকা বহনে কৌশল অবলম্বন করুন: বেশি টাকা নিয়ে বের হলে সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন স্থানে ভাগ করে রাখুন। যেমন: জুতা, মোজা, প্যান্টের গোপন পকেট বা শার্টের হাতায় কিছু টাকা রেখে দিতে পারেন।

সন্দেহ হলে পুলিশের সহায়তা নিন: কিছু সন্দেহজনক মনে হলে দ্রুত ৯৯৯-এ কল করুন এবং আশপাশের লোকজনের সাহায্য চাইতে দ্বিধা করবেন না।

ছিনতাই বা আক্রমণ এড়ানোর কোনো শতভাগ উপায় নেই, তবে আগেভাগে সতর্ক থাকলে এবং আত্মরক্ষার কিছু কৌশল প্রয়োগ করলে বিপদের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন!

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে