ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মঞ্চ থেকে ঘোষিত ৭২ সদস্যের মধ্যে নারী যতজন

২০২৫ মার্চ ০১ ০৯:৪৮:৫৩
মঞ্চ থেকে ঘোষিত ৭২ সদস্যের মধ্যে নারী যতজন

ডুয়া নিউজ : বহুল আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে। নতুন দলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। মঞ্চ থেকে ঘোষিত ৭২ জনের মধ্যে স্থান পেয়েছেন ১২ জন নারী নেতৃত্ব।

জাতীয় নাগরিক পার্টি’র কমিটি আহ্বায়ক হয়েছেন সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন।

এদিন জুলাই আন্দোলনে শহীত মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দল এবং দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন।

১৫১ সদস্যের কমিটির মধ্যে মঞ্চ থেকে ৭২ জনের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে জায়গা পেয়েছেন ১২ জন নারী। তারা হলেন-

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিনসিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভাযুগ্ম আহ্বায়ক: নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, তাসনুভা জাবিন, অর্পিতা শ্যামাদেবযুগ্ম সদস্য সচিব: হুমায়রা নূর, সাগুফতা বুশরাদক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক: ডা. মাহমুদা নিতুউত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক: সাদিয়া ফারজানা দিনাযুগ্ম মুখ্য সমন্বয়ক: দিলশানা পারুল

জাতীয় নাগরিক পার্টির ঘোষিত নতুন কমিটি:

দলের নাম: জাতীয় নাগরিক পার্টি

আহ্বায়ক: নাহিদ ইসলামসদস্য সচিব: আখতার হোসেনসিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলামসিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভামুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আব্দুল্লাহমুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলমমুখ্য সমন্বয়ক: নাসিরউদ্দিন পাটোয়ারীসিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাসনুভা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফউদ্দিন মাহদি, অর্পিতা শ্যামাদেব, তাজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাভেদ রাসিল, এহতেশাম হক, এবং হাসান আলী।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে ৩০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আবদুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মো. নিজামউদ্দিন, আকরাম হোসেইন, এস এম সাইদ মোস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দিন মুহাম্মদ (দপ্তরে সংযুক্ত), ফরিদ উদ্দিন মো. হারহাত আলম ভূঁইয়া, মো. মিরাজ মিয়া, লুৎফর রহমান, মো. মইনুল ইসলাম তুহিন, মুশফিকুর সালেহিন, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, মুশফিকুর রহমান জোহান, মোল্লা মো. ফারুক এহসান, সাগুফতা বুশরা, আহনাফ সাইদ খান, আবু সাইদ মো. সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মো. মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন– মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা নিতু, মোল্লা রহমতউল্লাহ, এস এম শাহরিয়ার ও জোবায়ের আরিফ।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আগেই সারজিস আলমের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর সঙ্গে উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন ৮ জন। তাঁরা হলেন– সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজিব।

যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন– রাহাত, দিলশানা পারুল, আবু হানিফ, আবদুর জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, আশেকিন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাসচন্দ্র দাস, ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মইনুদ্দিন, মারজুক আহমেদ, ও সাদ্দাম হোসেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে