ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকারি অবসরকালীন চাকরি আইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য

২০২৪ ডিসেম্বর ১৬ ১২:০০:১৮
সরকারি অবসরকালীন চাকরি আইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য

ডুয়া নিউজ: পঁচিশ বছর চাকরিপূর্তিতে ঐচ্ছিক অবসর গ্রহণ ও অবসর প্রদানের বিধান সরকারি চাকরি আইন ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত সিনেট অধিবেশনে চেয়ারম্যানের বক্তব্যে তিনি এ কথা উল্লেখ করেন। উপাচার্য জানিয়েছেন, সিন্ডিকেটের ২৬৩তম সভায় ৩ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ড. আমানুল্লাহ তাঁর উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার গুণমান বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনতে হবে। শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে কারিকুলাম যুগোপযোগীকরণ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষকের অভাব রয়েছে এবং এই ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান ও উন্নয়নের জন্য একটি স্বচ্ছ কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

তিনি শহীদদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মৃতি রক্ষার্থে অধিভুক্ত কলেজসমূহে শিক্ষাবৃত্তি প্রদানের একটি ট্রাস্ট গঠন করা হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্মৃতিফলক নির্মাণ করা হবে এবং বিভিন্ন স্থাপনার নামকরণ শহিদ আবু সাইদ ও শহিদ মীর মুগ্ধ’র নামে করা হবে।

সিনেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর-১ প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে