ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০২৫ মার্চ ০১ ০৯:১৩:০১
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডুয়া নিউজ : বিজিবি-বিএসএফ আলাপ আলোচনার পরেও সীমান্তে থেমে নেই বাংলাদেশি হত্যা। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের।

নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।

এ বিষয়ে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, "সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্ছে না।"

তিনি আরও বলেন, "লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে