ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাজনীতিতে কেন এসেছেন, জানালেন ডা. তাসনিম জারা

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ২২:১৬:২৮
রাজনীতিতে কেন এসেছেন, জানালেন ডা. তাসনিম জারা

ডুয়া ডেস্ক: ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, বরং জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি’—এ কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

ডা. তাসনিম জারা আরও বলেন, ‘বিগত রাজনীতি ছিল ক্ষমতার লড়াই, জনগণের সঙ্গে প্রতারণা এবং স্বার্থের বিনিময়। আমরা এই পরিস্থিতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে কোনো ব্যক্তির বা পরিবারের স্বার্থ রক্ষা পাবে না; বরং রাজনীতি হবে জনগণের সেবায়, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বার্থ রক্ষা করা।’

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণের নেতৃত্ব দিতে পারবে। এখানে তার পারিবারিক পরিচয় কোনো গুরুত্ব পাবে না।’

এ সময় উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, ‘বাংলাদেশ শিগগিরই পরিবর্তিত হবে, আর সেই পরিবর্তন আসবে আপনাদের হাত ধরেই। আমরা এমন রাজনীতি করতে চাই না, যেখানে মানুষ বলবে, “সব দলই এক।”’

এছাড়া তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না।’

এর আগে, দুপুর সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী সরকারের পতনের সময় তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে