ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনাল খেলবে যারা

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ২২:০৫:৩৮
বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনাল খেলবে যারা

ডুয়া ডেস্ক: হারলেই বাদ, জিতলে সেমিফাইনালে—এই সমীকরণের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে তারা ২৭৪ রানের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়াকে দিয়েছে। লাহোরে বৃষ্টির শঙ্কা থাকায় অস্ট্রেলিয়া যখন জবাব দিতে নেমে দ্রুত রান তুলছিল তখনই বৃষ্টি বাধা সৃষ্টি করে।

১২.৫ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলে। এরপরই বৃষ্টি শুরু হয়। ফলে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ (১৯) এবং ট্রাভিস হেড (৫৯)কে। অস্ট্রেলিয়ার জয় পেতে ৩৭.১ ওভারে ১৬৫ রান প্রয়োজন।

এর আগে জীবন পাওয়ার পরও ওপেনার ম্যাথিউ শর্ট ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরেন।

ওয়ানডে ম্যাচে ফলাফল নির্ধারণ করতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার খেলা জরুরি। ২০ ওভারে অস্ট্রেলিয়াকে করতে হবে ১২৩ রান। যদি এর কম হয় অথবা ম্যাচ শুরু করা না যায় তবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং দুটি দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। এ ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে আর আফগানিস্তান বাদ পড়বে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে