ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দ্রুত জাতীয় নির্বাচন দরকার, সবাই বুঝলেও সরকার বুঝে না : শামসুজ্জামান দুদু

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ২০:৩৮:৩৭
দ্রুত জাতীয় নির্বাচন দরকার, সবাই বুঝলেও সরকার বুঝে না : শামসুজ্জামান দুদু

ডুয়া ডেস্ক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "দেশে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। সাধারণ মানুষ এই বিষয়টি বুঝতে পারলেও সরকার তা বুঝছে না। যদিও তারা বুঝতে পারছে, তবে তা করছে না।"

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, "এই সরকারের গঠন সাত মাস আগে হয়েছে, তবে এই সময়ে তারা কোন বড় সংস্কার করতে পারেনি। বাজার সিন্ডিকেট ভাঙতেও ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ের মত পরিস্থিতি এখনো চলমান রয়েছে।"

তিনি বলেন, "হাসিনা সরকারের আমলে বহু মামলা হয়েছে, গুম-খুন হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করা হয়েছে। ৬০ লাখ মামলা করা হয়েছে, তবে এই সরকার সেগুলোর কোনো একটি মামলা পর্যন্ত প্রত্যাহার করেনি। হাসিনার সরকারের সাথে বর্তমান সরকারের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না।"

এছাড়াও তিনি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, "হাসিনার আমলে গুম-খুন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না। আজও মানুষ রাস্তায় বের হতে ভয় পায়। নির্জন স্থানে একা গেলে হামলার শিকার হচ্ছেন।"

তিনি সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিষয়টি তুলে ধরে বলেন, "সরকার এখনও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যদিও এটি সমাধান হওয়া উচিত।"

এদিকে তিনি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, "যদি সরকার এ সমস্ত সমস্যার সমাধান করতে না পারে তবে জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের হাতে ক্ষমতা দিন।"

এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, জাসাসের সাবেক সভাপতি রেজাবউদ্দৌলা, সাবেক কৃষক নেতা এসকে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ অন্যান্য নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে