ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১২ শতাধিক দৌড়বিদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রান ফর গ্রীন ক্যাম্পাস’

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ২০:২৮:৪১
১২ শতাধিক দৌড়বিদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রান ফর গ্রীন ক্যাম্পাস’

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডিইউআরসি ১০ কিলোমিটার ২০২৫’ শীর্ষক সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা। এতে ১২ শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেছেন। ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘রান ফর গ্রীন ক্যাম্পাস’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই ইভেন্টটি ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি আয়োজন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৌড়বিদসহ দেশের খ্যাতনামা প্রায় সব দৌড়বিদ, আয়রনম্যান, মাস্টার অ্যাথলেট, এভারেস্ট জয়ী, পাওয়ারম্যানসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের গেইট (বসুনিয়া তোরণ) থেকে এবং এটি ভিসি চত্বর, টিএসসি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো, ঢাকা গেইট, শিক্ষাভবন, দোয়েল চত্বর, শহিদ মিনার, ব্রিটিশ কাউন্সিল, নীলক্ষেত বিশ্ববিদ্যালয় তোরণসহ গুরুত্বপূর্ণ স্থানে চলে। ৫ কিলোমিটার প্রতিযোগীরা এক ল্যাপ এবং ১০ কিলোমিটার প্রতিযোগীরা দুটি ল্যাপ দৌড়ান।

১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার দৌড় শেষ করা প্রতিযোগীদের জন্য ফিনিশিং মেডেল, খাবার ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতার দুটি ক্যাটাগরিতে ১২ জন নারী ও পুরুষ প্রতিযোগীকে নগদ অর্থ ও বিশেষ স্মারক প্রদান করা হয়।

১০ কিলোমিটার নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সাবরিনা আক্তার স্বর্ণা এবং পুরুষদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন আশরাফুল আলম। ৫ কিলোমিটার নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন তেরাসা কচি এবং পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মো. আমির হোসাইন আমু।

এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র ও প্রক্টরিয়াল টিম সহযোগিতা করেছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সহায়তা প্রদান করেছে। মেডিকেল সাপোর্ট প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এছাড়া আজ সকালে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘হিরো ইন্সপায়রিং বাংলাদেশ ইন্ডিপেনডেন্স রান ২০২৫’। এতে ২ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে প্রায় ২,৬০০ জন রানার প্রতিযোগিতা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে