ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

৪২তম বিসিএসে বঞ্চিত চিকিৎসকদের নিয়োগ দাবি

২০২৪ ডিসেম্বর ১৬ ১১:৫৩:১৭
৪২তম বিসিএসে বঞ্চিত চিকিৎসকদের নিয়োগ দাবি

ডুয়া নিউজ: ৪২তম (বিশেষ) বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক ক্যাডার পদে নিয়োগে বাদ পড়া ১ হাজার ৯১৯ জন চিকিৎসক তাদের নিয়োগ প্রদান করার দাবি জানিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন। চিকিৎসকরা ‘নির্বাচিত’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে তাদের কথা অনুযায়ী, ২০২১ সালের ৪২তম বিসিএসের ফলাফল অনুযায়ী, পর্যাপ্ত পদ না থাকায় তারা দীর্ঘ সময় ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তারা বৈষম্যের শিকার হয়েছেন।

চিকিৎসকরা আরও জানান, স্বাস্থ্য অধিদফতর নীতিগতভাবে দ্রুত ২ হাজার নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারা ৪২তম বিসিএসের অপেক্ষমাণ চিকিৎসকদের অগ্রাধিকার দেয়ার দাবি জানান।

তারা তুলে ধরেন যে, দেশে উপজেলা ও জেলা পর্যায়ে মারাত্মক চিকিৎসা সংকট বিদ্যমান। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ জনগণের মৌলিক চিকিৎসা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হচ্ছে এবং যথাযথ চিকিৎসক না থাকার কারণে রোগীরা তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

চিকিৎসকরা উল্লেখ করেন, সাধারণ বিসিএস নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং বর্তমানে ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএসের প্রক্রিয়া চলছে। ৪২তম বিসিএসের পর আর কোন চিকিৎসক নিয়োগ হয়নি। এই পরিস্থিতি দ্রুত নিয়োগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তারা দাবি জানান।

নিয়োগ বঞ্চিত ডা. ফাতেমা আক্তার বলেছেন, তারা যৌক্তিক দাবি নিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে স্মারকলিপি দিয়েছেন। চূড়ান্তভাবে দেশের মানুষের চিকিৎসায় নিজেদের নিয়োজিত করার জন্য তারা প্রস্তুত।

এ সময় মনোরোগ বিশেষজ্ঞ ও এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, এই চিকিৎসকদের যোগ্যতায় কোনো অভাব নেই। তারা বিসিএসে উত্তীর্ণ, তাই কেন তাদের নিয়োগ দেয়া হচ্ছে না? যারা চিকিৎসক হিসেবে কাজ করতে চেয়েছিলেন, তারা এখন সংবাদ সম্মেলনে বাধ্য হচ্ছেন। এটি সরকারের ব্যর্থতা।

তিনি জানান, রাজনৈতিক কারণে নির্মিত মানহীন মেডিক্যাল কলেজগুলো বন্ধ করারও প্রয়োজন। সেখানে রোগীদের অভাব রয়েছে এবং শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার জন্য অসঙ্গতিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডা. ফারজানা সাথী, ডা. মো. রেজওয়ান কবীর, এবং ৪২তম বিসিএসের উত্তীর্ণ অন্যান্য চিকিৎসকেরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে