ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সপ্তাহের শেয়ারবাজার: তিন খাতে সর্বোচ্চ লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৯:১৪:২৯
সপ্তাহের শেয়ারবাজার: তিন খাতে সর্বোচ্চ লেনদেন

ডুয়া নিউজ:বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে তিন খাতের শেয়ারে বেশি লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করেছে। পরের অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন এবং ব্যাংক খাতের শেয়ার।

ডিএসই জানিয়েছে, গেল সপ্তাহে ডিএসই-তে লেনদেন হয়েছে দুই হাজার ৫৯০ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৫১৮ কোটি ছয় লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে বস্ত্র খাতের ৫৮ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪২ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৬ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৭৩ শতাংশ। লেনদেনে খাতটি শীর্ষ অবস্থানে রয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই খাতের ৩৪ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ৭১ শতাংশ।

পরের অবস্থানে ব্যাংক খাতের লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ২৬ শতাংশ। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৭০ লাখ টাকা শেয়ার, যা মোট লেনদেনের ১০ দশমিক ৩৭ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ৯ দশমিক ৮১ শতাংশ। আইটি খাতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৩৬ শতাংশ।

এছাড়া, সাধারণ বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের দুই দশমিক ৬০ শতাংশ , টেলিকম খাতে চার দশমিক শূন্য এক শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে চার দশমিক শূন্য আট শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে তিন দশমিক ৪৯ শতাংশ, বিবিধ খাতে তিন দশমিক ৪৩ শতাংশ, সিরামিক খাতে তিন দশমিক ৬৯ শতাংশ, জীবন বিমা খাতে চার দশমিক ৩২ শতাংশ, মিউচুয়াল ফান্ডের দুই দশমিক ৩৪ শতাংশ, নন ব্যাংক আর্থিক খাতে দুই দশমিক ৩৭ শতাংশ, সেবা ও আবাসন খাতে দশমিক ৯৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে দুই শতাংশ, পাট খাতে দশমিক ৩৯ শতাংশ, চামড়া খাতে দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৫৬ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে