ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

গণভবনে কে যাবে, ভারত থেকে নির্ধারিত হবে না : হাসনাত আবদুল্লাহ

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৯:১৬:৩৯
গণভবনে কে যাবে, ভারত থেকে নির্ধারিত হবে না : হাসনাত আবদুল্লাহ

ডুয়া ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন এবং গণভবনে কে যাবে তা ভারত থেকে নির্ধারিত হবে না—এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন। তিনি এই নতুন রাজনৈতিক দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে বিভাজনের রাজনীতি চলছিল কিন্তু তারা এখন সে বিভাজনের ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি প্রতিষ্ঠা করবেন। তিনি আরও বলেন, “গণভবনে কে বসবেন, তা ভারত থেকে ঠিক হবে না। এটি হবে বাংলাদেশ থেকে, এবং সংসদে কে যাবে, তা নির্ধারণ করবে বাংলাদেশে খেটে খাওয়া জনতা।”

তিনি বলেন, বাংলাদেশের মানুষ মসনদে কে বসবে তা ঠিক করবে এবং দেশের ভবিষ্যত গঠন করবে। গত ৫৩ বছরে জাতি হিসেবে বাংলাদেশ গড়ে উঠতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। স্বাধীন পুলিশ এবং বিচার বিভাগ গঠন করা হয়নি। এখন তরুণরা এই দেশ গড়বে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমাদের বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তবে কোনো ধরনের ‘প্রেসক্রিপশনের’ সম্পর্ক হবে না। তিনি উল্লেখ করেন, দেশের তরুণরা রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে এবং কেউ তাদের দমাতে পারবে না।

তিনি পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যমের মিশ্রণে একটি শক্তিশালী জাতি গড়ার কথা বলেন। হাসনাত দাবি করেন, পরিবারতন্ত্রের মৃত্যু ঘটেছে এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। তিনি এমন বাংলাদেশ চান যেখানে মত ও দ্বিমতের স্বাধীনতা থাকবে।

এছাড়া দলটির নেতৃত্ব ঘোষণা করা হয়েছে এবং নাহিদ ইসলাম আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে