ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নতুন দলের আত্মপ্রকাশ : মানিক মিয়ায় ছাত্র-জনতার ঢল

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:৪৬:৫০
নতুন দলের আত্মপ্রকাশ : মানিক মিয়ায় ছাত্র-জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে 'জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢল নেমেছে ছাত্র-জনতার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা বলছেন, দেশের ৬৪ জেলা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লক্ষাধিক মানুষ এসে অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন।

তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ওই এলাকা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

নোয়াখালী থেকে আসা তুহিন ইমরান বলেন, আমরা আজ নোয়াখালী থেকে ২০ বাসের বেশি এখানে এসেছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার অঙ্গীকার আজ পূরণ হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে দেশের মানুষের স্বপ্ন পূরণ হবে।

জানা যায়, কিছুক্ষণের মধ্যে দল আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। এতে নেতৃত্বে থাকছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে