ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিএনপির বর্ধিত সভায় নেওয়া হল যেসব সিদ্ধান্ত

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:৩৯:৪১
বিএনপির বর্ধিত সভায় নেওয়া হল যেসব সিদ্ধান্ত

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ২০২৫ সালের বর্ধিত সভা বিশেষ গুরুত্ব বহন করছে, এই মতামত দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের এলডি হলের মাঠে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়। ৬ বছর পর অনুষ্ঠিত এই সভায় ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সভায় দলের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে বিএনপির নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলসমূহের যুগপৎ এক দফা আন্দোলন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থান সফল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করা হয়। সভায় ৬০ বছর পর সংঘটিত মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান, উনসত্তরের গণঅভ্যুত্থানসহ অতীতের সব আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে প্রবাসে থাকাকালীন সময়েও তার নেতৃত্বের অবদান স্বীকার করে দলের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তাছাড়া, সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করার জন্য তার কঠোর পরিশ্রম ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার প্রশংসা করা হয়।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি ২০১৫ সালে খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ ও ২০২৩ সালে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার আলোকে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। এতে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে আয়োজনের দাবি জানানো হয়।

এছাড়া, সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। শেষ পর্যন্ত দলের নেতা-কর্মীদের জনগণের জন্য কাজ করতে এবং দলীয় নীতি ও আদর্শ বাস্তবায়নে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে