ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে মামলা

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ০৮:০৫:৫৮
ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে মামলা

ডুয়া নিউজ: ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেছেন, এক গ্রাহকের অবৈধ চাপে নতিস্বীকার না করার কারণে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইবিএল-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আলী রেজা ইফতেখার আরও বলেন, ব্যাংক মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে ব্যাংকের লিগ্যাল রিটেইনার ব্যারিস্টার ওমর সাদাত এবং কমিউনিকেশন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিমও উপস্থিত ছিলেন।

তারা জানিয়েছেন, সম্প্রতি এক মামলার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইবিএল তাদের অবস্থান পরিষ্কার করতে চায়। উল্লেখ্য, মামলাটি ২৬ ফেব্রুয়ারি দায়ের করা হয়েছে এবং এটি ২০১৭ সালে সংঘটিত একটি তহবিল আত্মসাতের ঘটনার সঙ্গে সম্পর্কিত। যেখানে ব্যাংকের একটি শাখার প্রাক্তন কর্মকর্তা বহিরাগত প্রতারকদের সঙ্গে যোগসাজশ করেছিলেন। ওই ঘটনায় ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং দোষী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর আদালত তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আরোপ করে।

তবে বর্তমানে দায়ের করা মামলাটি ঘটনার প্রায় আট বছর পর এবং এতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ভুলভাবে জড়ানো হয়েছে। যদিও তাদের সাথে ২০১৭ সালের ঘটনার কোনো সম্পর্ক ছিল না।

ইবিএল-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা গ্রাহকের দৈনন্দিন লেনদেনে সম্পৃক্ত নন এবং মুর্তজা আলী গত ২৬ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করেছেন। যা ব্যাংকের ওপর অবৈধ চাপ সৃষ্টি করার একটি চেষ্টা বলে মনে হচ্ছে।

ইস্টার্ন ব্যাংক আরও উল্লেখ করেছে, ব্যাংকটি সর্বোচ্চ করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা এবং আইন মেনে চলার নীতিতে বিশ্বাসী এবং গ্রাহক ও স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে