ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঈদুল আজহায় ভেড়া কুরবানি না করার আহ্বান জানাল মুসলিম দেশ

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২৩:২৩:০২
ঈদুল আজহায় ভেড়া কুরবানি না করার আহ্বান জানাল মুসলিম দেশ

ডুয়া ডেস্ক : আরব বিশ্বে রমজান মাস শুরু হবে ১ মার্চ থেকে। সে হিসেবে ঈদুল আজহার বাকি এখনও তিন মাসের অধিক সময়। তবে আসন্ন ঈদুল আজহায় ভেড়া কুরবানি না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মেদ। গত কয়েক বছরের খরার কারণে গৃহপালিত পশুর সংখ্যা কমে যাওয়ায় এমন ‘অদ্ভুত’ আহ্বান জানিয়েছেন তিনি।

এ বছর ঈদুল আজহা পালিত হবে জুনে। মরক্কোর বেশিরভাগ মুসলিম ভেড়া কুরবানি দিয়ে থাকেন। এছাড়া অনেকে ছাগল, উট এবং গরুও কুরবানি করেন।

মরক্কোর সরকারি তথ্য অনুযায়ী, ৯ বছর আগে দেশটিতে যে পরিমাণ ভেড়া ছিল। ২০২৫ সালে এসে সেই সংখ্যা ৩৮ শতাংশ কমে গেছে। এর প্রধান কারণ হিসেবে খরা ও বৃষ্টির অভাবকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে মরক্কোর ধর্মমন্ত্রী আহমেদ তৌফিক রাজা পঞ্চম মোহাম্মদের পক্ষ থেকে একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে রাজা বলেন, “ধর্মীয় আচার পালনে আপনাদের সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে জলবায়ু ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। জলবায়ু পরিবর্তন আমাদের গৃহপালিত পশুর ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।”

এ বছর মরক্কোতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে গৃহপালিত পশুদের খাদ্যসংকটে পড়েছে। এর প্রভাব পড়েছে মাংসের উৎপাদনেও। ফলে মাংসের দাম বেড়েছে। সেইসঙ্গে আমদানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মরক্কো সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছ থেকে ১ লাখ ভেড়া আমদানি করার জন্য চুক্তি করেছে এবং মাংসের দাম কমানোর জন্য আমদানিকৃত পশুর ওপর ভ্যাট ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ভেড়া কুরবানি না করার আহ্বানে বেশিরভাগ মানুষের কাছে অবাক লেগেছে। তারা কী এই নির্দেশনা মানবে, তা দেখা যাবে ঈদুল আজহার সময়।

সূত্র: দ্য নিউ আরব

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে