ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নাহিদের নেতৃত্বে নতুন দলে থাকছেন যারা 

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২১:৫৩:৪০
নাহিদের নেতৃত্বে নতুন দলে থাকছেন যারা 

ডুয়া ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ বৈঠক শেষে এ তথ্য প্রকাশ করা হয়।

দলের নেতৃত্বে যারা আসছেন-

নতুন দলের আহ্বায়ক হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন।

দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আলোচনায় আছেন তিনজন— ডা. তাসনিম জারা, মনিরা শারমিন এবং নাহিদা সরোয়ার নিভা। এর ফলে দলটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের ভূমিকা সুস্পষ্ট হয়ে উঠছে।

প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আর যুগ্ম সমন্বয়কের ভূমিকায় থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

দলের মুখ্য সংগঠক থাকবেন দুইজন— দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, আর উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

নতুন অন্তর্ভুক্ত দপ্তর সম্পাদক পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটবে এবং সেখানে দলের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে