ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রে ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ২১:৪৪:৫৭
‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রে ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প

ডুয়া ডেস্ক : দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও বিলে সই করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ‘নাম প্রকাশে অনিচ্ছুকে’ আপত্তি জানালেন তিনি। কোনো সাংবাদিক/ লেখক এবং কোনো সংবাদমাধ্যম/ প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ/বই প্রকাশ করে, তাহলে সেই লেখক/সাংবাদিক ও প্রকাশনা সংস্থা/ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সম্প্রতি আমার প্রেসিডেন্সির এক মাস পূর্ণ হয়েছে। এই এক মাস ছিল ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত; কিন্তু আমি লক্ষ্য করছি যে নামহীন বা বেনামী সূত্রের বরাত দিয়ে কিছু প্রকাশনা ও সংবাদমাধ্যম এমন কিছু লেখা করছে, যেগুলো বানোয়াট এবং রীতিমতো মানহানিকর কল্পকাহিনী।”

“আমি এমন কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারে চিন্তাভাবনা করছি। কারণ আমি সত্যিই জানতে চাই যে যেসব বেনামী সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে, বাস্তবে সত্যিই সেসব সূত্রের অস্তিত্ব রয়েছে কি না।”

প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একটি বই লিখেছিলেন মার্কিন সাংবাদিক মাইকেল ওলফ। অনুসন্ধানী প্রতিবেদনের আদলে লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ নামের সেই বইটি সে বছর সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিল। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প (২০১৬-২০২০)।

সম্প্রতি, ওলফ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছেন। সেখানে ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের ব্যক্তিগত জীবন এবং তার মেলানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আরও কিছু নতুন তথ্য প্রদান করেছে। বিশেষ করে, এই সংস্করণে ট্রাম্পের ফ্লোরিডায় বসবাসের সময় স্ত্রী মেলানিয়া প্রায়ই তাকে অপমান করতেন বলে জানানো হয়।

মাইকেল ওলফের বইয়ের জেরেই বুধবারের এই হুমকি বলে মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা।

সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে